আইন কী শুধু ধানের শীষের বেলায়?

বরিশাল, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 21:34:15

বরিশাল: বরিশাল সিটি নির্বাচনের শেষ মুহূর্তে ধানের শীষ প্রতীকে বিএনপির মেয়র প্রার্থীর গণসংযোগ ও প্রচার-প্রচারণা কাজে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা ও নগর বিএনপি দলীয় কার্যালয় থেকে প্রচারণার জন্য বের হলে পুলিশের বাধায় শেষ মুহূর্তে তা পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ করেন মেয়র প্রার্থী মো. মজিবর রহমান সরোয়ার।

এসময় তাৎক্ষণিকভাবে বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেন, ‘এই দিন দিন না, আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে শ্রদ্ধা করে বলছি আইন কী শুধু ধানের শীষের বেলায়?’

তিনি আরও বলেন, ‘পুলিশ দিয়ে অত্যাচার চালিয়ে গণতন্ত্র ধ্বংস করা যাবে না। এমন দিন আসবে যেদিন এদেশের জনগণ কোনো আইন মানবে না। তারা গণতন্ত্র উদ্ধারের জন্য ঘর থেকে বেরিয়ে আসবে। আর তখন তা প্রতিরোধ করতে পারবেন না।’ তাই তিনি নির্বাচনের দিন নীরব ভোট বিপ্লবের মাধ্যমে এই অত্যাচার জুলুমের বিরুদ্ধে জবাব দেয়ার জন্য জনসাধারণকে আহ্বান জানান।

সরোয়ার বলেন, ‘আমরা আগেও বলেছি এই নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী যা বলেছে আমরা তার কথা বিশ্বাস করে নির্বাচন করছি। অথচ আমরা কী দেখেছি? আমাদের প্রতিদ্বন্দ্বী ও সরকারি দলের প্রার্থী হাজার হাজার লোক রাস্তায় জড়ো করে নির্বাচনী প্রচারণা করেছে। আর আমরা দলীয় কর্মীদের নিয়ে গণসংযোগ ও প্রচার কাজে বের হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে।’

এদিকে বিএনপি প্রার্থীর গণসংযোগে পুলিশের বাধার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বলেন, ‘আমরা তার প্রচার প্রচারণায় বাধা দেয়নি। তাদেরকে বলা হয়েছে কোনো ধরনের শো ডাউন না করে মৌন ভাবে গণ সংযোগ করতে। এছাড়া এক সঙ্গে সবাইকে নয়, আলাদা আলাদা ভাবে গণ সংযোগ করার জন্য আহ্বান জানানো হয়।’

এ সম্পর্কিত আরও খবর