ক্রিকেটে বিশ্ব জয় অন্যরকম অনুপ্রেরণা

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-16 20:41:25

রংপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আসিব আহসান বলেছেন, 'ছোটদের হাত ধরে ক্রিকেটে বিশ্বকাপ জয় অন্যরকম অনুপ্রেরণায় পুরো বাংলাদেশকে উজ্জীবিত করেছে। এই অর্জন বিশ্বকাপ জয়ের আকাঙ্ক্ষা পূরণ করেছে। বাংলাদেশ এখন অনেকগুলো বিশ্বকাপ জয়ী দেশের মধ্যে একটি।'

রোববার (১ মার্চ) সকালে রংপুর ক্রিকেট গার্ডেনে আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিসি আসিব আহসান বলেন, 'আমরা বিশ্বকাপ জিততে পারি। এটা অনূর্ধ্ব-১৯ দলের আকবর আলীর মতো খেলোয়াড়রা বিশ্বকে জানিয়েছে। এই বিশ্বকাপ বিজয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য দিকনির্দেশনা। আমাদের আগামীর সাফল্য অর্জনে ক্রীড়াঙ্গনের জন্য বড় বার্তা।'

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম, প্রাইম ব্যাংক লিমিটেড রংপুর শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম।

খেলোয়াড়দের সাথে সাক্ষাৎকার

ক্রিকেট প্রতিযোগিতা ২০১৯-২০২০ উপ-কমিটির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন লাবলু সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- ক্রিকেট প্রতিযোগিতা উপ-কমিটির সদস্য সচিব শুভ রঞ্জন দেব বাবলু, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুল মজিদ হিরু।

প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতা ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত স্কুল পর্যায়ের এই ক্রিকেট প্রতিযোগিতায় ১২টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী দিনে খেলায় মাঠে নামে শিশু নিকেতন স্কুল ও বিয়াম স্কুল অ্যান্ড কলেজ।

এ সম্পর্কিত আরও খবর