মেয়েরাই সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে: রসিক মেয়র

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-14 09:27:33

পড়ালেখায় ভালো ফলাফল ধরে রাখা মেয়েরাই এখন সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

তিনি বলেছেন, বিগত কয়েক বছর ধরে ছেলেদের তুলনায় পড়ালেখায় মেয়েদের পরীক্ষার ফলাফল অনেক ভালো। মেয়েরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি, রাজনীতি সব কিছুতেই আছে। যারা ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে পারছে, তারাই সব ক্ষেত্রে সমানতালে এগিয়ে যাচ্ছে। যারা ভালো, তাদের জন্য ভালো কিছুই অপেক্ষা করে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীর ঐতিহ্যবাহী লালকুঠি বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিটি মেয়র এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা বলেন, দেশকে এগিয়ে নিতে হলে ভালো পড়ালেখা করতে হবে। দেশ যত মেধাবী শিক্ষার্থীতে সমৃদ্ধ হবে, ততোই দেশ এগিয়ে যাবে। সারাবিশ্বে এখন এগিয়ে যাবার প্রতিযোগিতা চলছে। এ প্রতিযোগিতায় মেয়েদের সাফল্য ঈর্শনীয়।

এ সময় দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল নারী ও জয়িতাদের দেখে বর্তমান প্রজন্মকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান নগরপিতা।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক ড. একেএম সিরাজুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, রংপুর প্রেসক্লাব সভাপতি রশীদ বাবু প্রমুখ।

এর আগে সকাল ১১টায় জাতীয় ও অলিম্পিক পতাকাসহ বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে অতিথিরা শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ করেন।

এরপর গার্লস গাইডদের মাঠ পরিক্রমণ ও অভিবাদন শেষে শারীরিক কসরত ও ক্রীড়া প্রতিযোগিতা হয়।

বিকেলে আলোচনা অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরো অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্য, অভিভাবক, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর