যত্রতত্র ডাস্টবিন যেন নগরীর দূর্ভোগ!

ঢাকা, জাতীয়

সুমন শেখ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | 2023-08-28 04:54:31

রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে যত্রতত্র ডাস্টবিন ফেলে রাখার কারণে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে নগরবাসী।

এসব খোলা ডাস্টবিন থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, সৃষ্টি করছে যানজটের।

রাজধানীর বিভিন্ন রাস্তা ঘুরে দেখা গেছে, যেখানে-সেখানে অপরিকল্পিতভাবে স্থাপিত ডাস্টবিনের ছড়াছড়ি।

আবার এসব কন্টেইনার ময়লায় ভরপুর থাকায় পাশেই আবর্জনার স্তূপ জমে থাকে দিনের পর দিন। ফলে রাজধানীর বাতাসে ময়লার উৎকট দুর্গন্ধ ছড়াচ্ছে প্রতিনিয়ত।

এমন একটি এই রাস্তা দিয়ে নিয়মিত চলাচলকারী পথচারী মো. রুবেল বলেন, ডাস্টবিনগুলোর পাশ দিয়ে হাঁটতে খুবই অসুবিধা হয়। দুর্গন্ধের কারণে নাক চেপে পথচারীদের চলাচল করতে হচ্ছে।

ময়লার কন্টেইনার গুলো রাস্তা দখল করে রাখায় গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে প্রতিনিয়ত।

এমনকি যত্রতত্র ময়লার কন্টেইনারের কারণে রাজধানীর মাদারটেক বনশ্রী এলাকায় প্রায়ই দুর্ঘটনার চিত্র দেখা যায়।

এ সম্পর্কিত আরও খবর