১৭ দিনেও খোঁজ মেলেনি বিসিক জিএমের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 20:02:09

ঢাকা: ১৭ দিনেও খোঁজ মেলেনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) মহাব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম ভূইয়ার। তার পরিবার ও থানা পুলিশ সবদিকেই থেকে খোঁজখবর নেয়া হচ্ছে। মেয়ে বাবার সন্ধান পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখনও কোন সন্ধান মেলেনি।

নিখোঁজ বিসিকের জিএমর স্ত্রী লায়লা জেসমিন কান্নাজড়িত কন্ঠে বার্তা২৪.কমকে বলেন, ’আজ ১৭ দিন হয়ে গেলেও আমরা উনার কোন সন্ধান পাচ্ছি না। উনি যেন দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন। কেউ উনার সন্ধান পান তাহলে যেন আমাদের জানান। উনাকে যেন জানানো হয়, উনার মেয়ে বাবা সন্ধান পেতে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছে। মেয়ে অনেক কান্নাকাটি করছে। আমরা তার পথ চেয়ে আছি।’

উনার স্ত্রী আরও জানান, পরিবারের পক্ষ থেকে আমরা পল্টন থানায় জিডি করেছি। জিডি নম্বর ৮০৩। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ছি। সন্ধান চেয়ে শীঘ্রই প্রধানমন্ত্রী শেখ হাসিনার শরণাপন্ন হবো।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবার সন্ধান চেয়ে এক হৃদয়বিদারক পোষ্ট দিয়েছে শরিফুল ইসলামের একমাত্র কন্যা রিদওয়ানা বিনতে শরীফ। তিনি ফেসবুক পোষ্টে লিখেছেন,

‘আমার বাবা, মো. শরিফুল ইসলাম ভূইয়া। বয়স ৫৮, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, হালকা পাতলা গড়ন। বিসিকের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। গত ১১ জুলাই সকাল পৌনে ১১ টায় বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেন নাই। বাসা থেকে বের হওয়ার সময় পরনে লুঙ্গী, খয়েরি হাফ শার্ট ও স্যান্ডেল পরা ছিলেন। সঙ্গে কোন টাকা পয়সা, ফোন কোন কিছুই ছিল না। যদি কোন সহৃদয় ব্যক্তি উনার সন্ধান পান তবে যোগাযোগের জন্য বিনীত অনুরোধ করছি।’

 

সন্ধান দিতে যোগাযোগ করুন- মোবাইল ০১৯১৫৬০০৩৫১, ০১৭৪২৬১৪১৬২ নম্বারে। 

 

এ সম্পর্কিত আরও খবর