এমপিদের প্রচারণায় না যেতে স্পিকারকে ইসির চিঠি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 07:27:54

আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে কোনো সংসদ সদস্য যাতে  প্রচারে অংশ নিতে না পারে সে ব্যাপারে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (২৫ জুলাই) বিকেলে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।

সিটি নির্বাচনে প্রচারে অংশ নেয়ায় গাজীপুর ও খুলনার মেয়রকে সতর্ক করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'সিটি নির্বাচনে যেসব অসঙ্গতি আমাদের নজরে এসেছে সেগুলো আমরা মৌখিকভাবে সতর্ক করেছি। স্পিকারকে চিঠি দেওয়া হয়েছে যাতে সিটি নির্বাচনে কোনো সংসদ সদস্য প্রচারে অংশ নিতে না পারে।

নির্বাচন কমিশন সচিব বলেন, কমিশন বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনারকে কঠোর নির্দেশনা দিয়েছেন যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে।

আওয়ামী লীগ কমিশনের সঙ্গে বৈঠকে নির্বাচনে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা সরকারি দল হিসেবে আমাদের যেসকল সহযোগিতা দরকার তা করতে প্রস্তত আছে বলে জানিয়েছে। তারা বলেছে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। এক্ষেত্রে কেউ কোন হস্তক্ষেপ করবে না।

এ সম্পর্কিত আরও খবর