নৈসর্গিক 'সবুজ চট্টগ্রাম' গড়ার স্বপ্নযাত্রী

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 22:19:05

"সবুজের সাথে পথচলা, সবুজে সাজবে চট্টলা" এই স্লোগান তিনি বুকে ধারণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের সীমিত পরিসরে বাগান, প্রকৃতি, পরিবেশের কথা বলেন। নৈসর্গিক 'সবুজ চট্টগ্রাম' গড়ার স্বপ্নযাত্রী সমাজসেবী সাহেলা আবেদীন একদল প্রকৃতিবিদকে সঙ্গে নিয়ে সাইবার জগৎ থেকে বাস্তবের সামাজিক আন্দোলনে রূপ দিচ্ছেন পরিবেশবাদী প্রচেষ্টাকে। শুক্রবার (২৭ জুলাই) বিকেলে 'সবুজ চট্টগ্রাম' সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে নগরীর এনায়েত বাজার মহিলা কলেজ ক্যাম্পাসে।

কিছু সবুজমনা মানুষের সমন্বয়ে এ পথচলা চট্টগ্রামের পরিবেশ আর প্রকৃতিকে আরও সবুজ আরও সুন্দর করার প্রয়াসে নিবেদিত।চট্টগ্রামের নিসর্গপ্রেমী মানুষের সংঘবদ্ধ প্রচেষ্টা এই প্রথমবারের মতো 'সবুজ চট্টগ্রাম'-এর ব্যানারে তৎপর হবে পরিবেশবাদী নগরসংকীর্তনে।

বার্তা২৪.কমের সাথে আলাপকালে 'সবুজ চট্টগ্রাম' পরিবেশ আন্দোলনের অন্যতম উদ্যোগী সাহেলা আবেদীন বলেন, 'চট্টগ্রাম শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক দিক দিয়ে ঐতিহাসিক গুরুত্ব বহন করে না, চট্টগ্রাম প্রাকৃতিক ঐতিহ্যেরও সমৃদ্ধ ভান্ডার। প্রাগৈতিহাসিক কাল থেকেই এখানে বৈচিত্রময় মানব বসতি ও বৃক্ষায়ন গড়ে উঠেছে। এমন অনেক সুপ্রাচীন বৃক্ষ, মহাদ্রুম ও বিটপী চট্টগ্রামে রয়েছে, যা উপমহাদেশের কোথাও নেই।'

তিনি বলেন, 'ভুল নগরায়নের জন্য প্রাচীন প্রাকৃতিক ঐতিহ্য ধ্বংস হচ্ছে। নিসর্গ ও পরিবেশের হানি হচ্ছে। আমরা এই বিনাশক তৎপরতার বিরুদ্ধে সংঘবদ্ধ শক্তিতে সামাজিক প্রতিরোধ গড়ে আদি ও অকৃত্রিম 'সবুজ চট্টগ্রাম' নিশ্চিত করতে চাই।'

সাহেলা আবেদীন মনে করেন, 'বাংলাদেশের চরম পরিবেশ বিপর্যয় ঠেকানো না হলে মানুষের বসবাস বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। ফলে যেটুকু প্রকৃতি ও সবুজ এখনো টিকে আছে, তাকে বাঁচাতে হবে। পাশাপাশি সুস্থ নাগরিক জীবনের নান্দনিক বেঁচে থাকার প্রয়োজনে সবাইকে বাগান ও উদ্যান চর্চায় মনোনিবেশ করতে হবে।'

'আমরা মানুষের মধ্যে প্রকৃতি ও পরিবেশবাদী চেতনার সঞ্চার করে সবাইকে পুষ্প, গুল্ম, বৃক্ষ তথা প্রকৃতি-বান্ধব আচার-আচরণের অনুসারী করতে চাই', 'সবুজ চট্টগ্রাম' পরিবেশ আন্দোলনের মূল লক্ষ্য সম্পর্কে বলেন সাহেলা আবেদীন।

এ লক্ষ্যে নগরের অফিস, আদালত, পাড়া, মহল্লা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ক্যাম্পেইন করবে 'সবুজ চট্টগ্রাম'। পাশাপাশি প্রাচীন ও ঐতিহ্যবাহী বৃক্ষগুলোর সংরক্ষণ এবং ব্যাপকভিত্তিক উপকারী বৃক্ষরোপণ আন্দোলন শুরু করা হবে সমগ্র চট্টগ্রাম মহানগরে।

 

এ সম্পর্কিত আরও খবর