কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৪ সদস্যসহ নিহত ৫

চট্টগ্রাম, জাতীয়

কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-16 12:15:58

কক্সবাজার: কক্সবাজারে পাহাড় ধসে পড়ে একই পরিবারের ৪ শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৬টায় শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া বাঁচামিয়ার ঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন জামাল হোসেনের মেয়ে মর্জিয়া আকতার (১৪), কাফিয়া আকতার (১০), আবদুল খাইর (৮) ও খাইরুন্নেছা (৬)।

নিহতদের মামা খোরশেদুল আলম জানান, ভোরে উঠে মা বাড়ির বাইরে কাজ করছিলেন। এসময় হঠাৎ বাড়ির পাশের পাহাড় ধসে ঘরের উপর পড়ে। এতে ঘুমন্ত চার শিশু মাটির নিচে চাপা পড়ে যায়। এই ঘটনায় মা চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসে।

অপর দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পেচাঁর ঘোনা এলাকায় পৃথক পাহাড় ধসের ঘটনায় জাফর আলমের ৬ বছরের শিশু পুত্র মুর্শেদ আলম মারা যায়।

বুধবার ভোররাত ৩ টার দিকে জাফর আলমের বাড়ীতে পাহাড়ের মাটি এসে পড়ে। এতে বাড়ীর ৩ সদস্য গুরুতর আহত হয়। এদেরকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে শিশু মুর্শেদ আলমকে মৃত ঘোষণা করা হয়। আহত অপর ২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সুত্রে জানা যায়।

 

এ সম্পর্কিত আরও খবর