বিআরটিসির ডিপোতে তালা মেরে শ্রমিকদের অবরোধ

ঢাকা, জাতীয়

সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-10 05:45:05

ঢাকা: ১০ মাসের বকেয়া বেতনের দাবিতে বিআরটিসির জোয়ারসাহারা ডিপো তালা মেরে অবরোধ করছে বাস শ্রমিকরা। কয়েকশো শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ করছে ডিপোর সামনে।

বুধবার (২৫জুলাই) রাজধানীর খিলখেত বিআরটিসির জোয়ারসাহারা ডিপোতে সকাল সাড়ে ৬ টা থেকে শ্রমিকদের এ অবরোধ চলছে। এ কারণে ডিপো থেকে কোন দো’তলা ও মতিঝিল-আবদুল্লাহপুর রুটের এসি বাস বের হতে পারেনি।

শ্রমিকদের পক্ষে একজন বাস চালক জানান, গত ১০ মাস ধরে তারা বেতন পান না। এ অবস্থায় তাদের জীবন ধারণ কষ্টকর হয়ে গেছে। বার বার বিভিন্ন আন্দোলন করে কাজ হয়নি। এবার ডিপো তালা মেরে অবরোধ করেছেন তারা।

সরকারি এ বাস প্রতিষ্ঠানের বেতন দেওয়া হয় ডিপোর আয় থেকে। গত দুই বছর থেকে লোকসানে পড়ে ডিপোর শ্রমিকদের বেতন অনিমিয়ত হয়ে পড়েছিলো। প্রতিষ্ঠান চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুইঁয়া দায়িত্ব পাওয়ার পর বেতন নিয়মিত করতে বেশকিছু পদক্ষেপ নেন। কিন্তু তাতেও কাজ হয়নি।

সবশেষ প্রায় সাড়ে ৫ শো শ্রমিকের ১০ মাসের বেতন আটকা পড়ে। তারাই এবার আন্দোলনে নেমেছেন।

বিআরটিসি‘র চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুইঁয়া সকাল ৭ টায় বার্তা২৪.কমকে বলেন, ‘ডিপোর ঘটনা সত্য। তারা বিষয়টি দেখছেন’।

কয়েকমাস আগে এ ডিপোতে  অগ্নিকাণ্ডের ঘটনায়  ৫কোটি টাকার ক্ষতি হয়েছিল। 

সকাল ৮ টায় সেখা‌নে ‌বিআরটি‌সি শ্র‌মিক কর্মচারী লী‌গের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুন রশীদ‌ ঘটনাস্থ‌লে এ‌লে তা‌কে মার‌তে উদ্যত হোন শ্র‌মিকরা।

‌বেতন না পাওয়ার দাবি নি‌য়ে তার কোন ভূ‌মিকা না থাকা এবং তি‌নি টাকা মে‌রে খে‌য়ে‌ছেন দা‌বি ক‌রে স্লোগান দি‌তে থা‌কেন।

এসসময় বিক্ষুব্ধ শ্র‌মিকরা তার ওপর চড়াও হ‌লে তি‌নি ভেত‌রে পা‌লি‌য়ে যান।

এ সম্পর্কিত আরও খবর