এরশাদ রোববার ভারত যাচ্ছেন

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 07:09:11

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মোদি সরকারের বিশেষ আমন্ত্রণে রোববার (২২ জুলাই)  ভারত যাচ্ছেন।

সফরকালে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ  ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন এরশাদ।

জাতীয় পার্টির সূত্রে জানা গেছে,  মঙ্গলবার (১৭ জুলাই) জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বারিধারা’র প্রেসিডেন্ট পার্কে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা বৈঠক করেন।

সেখানে এরশাদের ভারত সফর নিয়ে আলোচনা হয়।

শ্রিংলা সেই বৈঠকে আশা প্রকাশ করে বলেন, আগামীতে সকল দলের অংশ গ্রহণে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনদিনের সফর শেষে ২৫ জুলাই এরশাদ দেশে ফিরবেন।

সফরকালে হুসেইন মুহম্মদ এরশাদের সফরসঙ্গী হিসেবে থাকছেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, মেজর (অব) খালেদ আখতার।

এ সম্পর্কিত আরও খবর