দুর্নীতিবাজ কাউকেই ছাড় দেয়া হবে না

, জাতীয়

কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 15:46:47

নড়াইল: দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ.এফ.এম আমিনুল ইসলাম বলেছেন, ‘দুর্নীতিবাজ যেই হোক আর যত ক্ষমতাশালীই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। তাদের আইনের আওতায় আনা হবে।’

শুক্রবার (২০ জুলাই) নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সততা সংঘের সদস্যদের মধ্যে দুর্নীতি বিরোধী শিক্ষা উপকরণ বিতরণের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমিনুল ইসলাম বলেন, ‘দুর্নীতি দমন করা শুধু দুদকেরই কাজ নয়, দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসার। প্রতিটি নাগরিক সচেতন হলে দেশ থেকে দুর্নীতি-অনিয়ম বিদায় করা সম্ভব হবে। আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। এই শিক্ষার্থীরাই পারে আগামী দিনের সকল ক্ষেত্রের দুর্নীতি বন্ধ করতে।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতি চরম আকার ধারণ করেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সেই দুর্নীতি প্রতিরোধে কাজ করছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুজ্জামান মল্লিক। এ সময় আরও বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা শিক্ষা অফিসার আব্দুল কাদের, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান প্রমুখ।

জেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৬০ জন সদস্য ও ৫ জন কর্মকর্তাকে শিক্ষা উপকরণ হিসাবে ছাতা, খাতা, স্কেল বিতরণ করা হয়।

এসময় সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর