এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 17:05:38

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামিকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে।  আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।  বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন।  পরে দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন তিনি।

বেলা দুইটা থেকে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও ওয়েবসাইট (http://www.educationboard.gov.bd) থেকে ফল জানতে পারবেন।  এবার সারা দেশে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট দুই হাজার ৫৪১টি কেন্দ্রে এই পরীক্ষায় ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী অংশ নেন।

গত ২ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৩ মে।  ১৪ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২৩ মে শেষ হয়।  সেই হিসেবে ৫৮ দিনের মধ্যে এই ফল প্রকাশ করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর