একটি সেতুর অভাব, রশি টেনে নদী পার

, জাতীয়

কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 04:22:26

নড়াইল: সেতু বা সাঁকো ছাড়া নদী পার হতে হবে শুনলে স্বাভাবিক ভাবে আমাদের মাথায় আসে নৌকা বা ফেরির কথা। আর যদি মাঝি-বৈঠা ছাড়া নৌকা পার হতে হয় তাললে? হ্যাঁ, বলছিলাম নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত কাজলা নদীর মুলিয়া-পানতিতা ঘাটের নদী পারাপারের কথা। এখানে রশি টেনেই নৌকা নিয়ে নদী পার হতে হয় স্থানীয়দের।

জানা গেছে, নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত কাজলা নদীর পূর্ব পাশে রয়েছে ১৫টি গ্রাম আর পশ্চিম পাশে রয়েছে ৩টি গ্রাম। প্রতিদিন মুলিয়া, কলোড়া ও শেখহাটি ইউনিয়নের শত শত মানুষকে কাজলা নদীর মুলিয়া-পানতিতা ঘাটের নদী পার হয়ে যাতায়াত করতে হয়। জেলা সদরে বিভিন্ন কাজসহ বিদ্যালয়, অফিস-আদালত, হাট-বাজারে প্রতিদিন যাতায়াত করে এখানকার হাজার হাজার মানুষ। সেতু না থাকায় নদীর ঘাটে এসে বেশি দুর্ভোগ পোহাতে তায় তাদের। বিশেষ করে শিশু-নারী ও বৃদ্ধদের। ঘাটে এসে তাদের অপেক্ষা করতে হয় পুরুষদের জন্য। এরপর রশি টেনে নৌকা নিয়ে নদী পার হতে হয়।

এদিকে একটি সেতুর অভাবে ওই এলাকায় অগ্নিকাণ্ড, অসুস্থ রোগীদের নিয়ে হাসপাতালে যাওয়া বা কোনো প্রকার দুর্ঘটনা ঘটলে পুলিশ প্রশাসনের সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনা।

নদীর পূর্ব পাশের বাসিন্দা সুজিত কুমার বিশ্বাস বার্তা২৪.কমকে বলেন, ‘আমাদের বিশেষ কাজে বিভিন্ন সময়ে নদীর ওপারে যেতে হয়। নৌকা ওপাশে থাকলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এছাড়া রশি টেনে নৌকা নিয়ে নদী পার হতে হয়। একটা সেতু হলে আমাদের এই কষ্ট দূর হত।’

স্থানীয় নিমালা দাস বলেন, ‘আমাদের এ নদীতে একটা সেতু হলে যাতায়াতের জন্য ভালো হবে।’

পানতিতা গ্রামের বাসিন্দা ও নড়াইল বরাশুলা শিশু সদন কমপ্লেক্স ক্যাডেট মাদরাসার শিক্ষক সুজিত কুমার শিকদার বার্তা২৪.কমকে বলেন, ‘আমাকে প্রতিদিন সকালে নদী পার হয়ে মাদরাসায় যেতে হয়। নদীতে সময় মতো নৌকা না পেলে মাদরাসায় পৌঁছাতে দেরি হয়।’

মুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পল্লব কুমার মজুমদার জানান, মুলিয়া ইউনিয়নটি আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে পরিচিত। এখানে অন্য কোনো দলের সমর্থক নেই বললেই চলে। মুলিয়াসহ এ এলাকাবাসীর প্রাণের দাবি এখানে একটি সেতু নির্মাণ করা হোক।

মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘মুলয়া, কলোড়া, শেখহাটি ইউনিয়নের মানুষ এ নদীপার হয়ে জেলা সদরে যাতায়াত করে থাকে। নদীর কারণে আমাদের অনেক সমস্যা হয়। আমাদের দীর্ঘদিনের দাবি কাজলা নদীর মুলিয়া ঘাটে একটি সেতু নির্মাণ করা হোক।’

সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন আহম্মেদ বার্তা২৪.কমকে বলেন, ‘কাজলা নদীর মুলিয়া-পানতিতা নামকস্থানে একটি সেতু নির্মাণ ওই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। ওই স্থানে একটি সেতু নির্মাণের জন্য আমরা প্রস্তাবনা পাঠিয়েছিলাম। কোনো সাড়া মেলেনি। সেতু নির্মাণের জন্য স্থানীয় ও রাজনৈতিক তদবির প্রয়োজন বলে মনে করেন তিনি।’

এ সম্পর্কিত আরও খবর