ওসমানী বিমানবন্দরে ৩০ হাজার বিদেশি সিগারেট জব্দ

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-09-01 08:40:13

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় বিমানবন্দরের লাউঞ্জের ভেতরে ব্যাগেজ বেল্টের পাশে দুটি লাগেজ থেকে এসব সিগারেট জব্দ করা হয়।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট এর কমিশনার ডা. গোলাম মো. মুনীর জানান, লাগেজ দুইটিতে আমদানি-নিষিদ্ধ ৩০ হাজার শলাকা সিগারেট ছিল। গোপন সংবাদ থাকায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের সদস্যরা লাউঞ্জের ভেতরে ব্যাগেজ বেল্টের ওপর সতর্ক দৃষ্টি রাখেন। কাস্টমস টিমের সতর্ক অবস্থান টের পেয়ে সিগারেটের মালিক তার মালামাল ব্যাগেজ বেল্টের পাশে ফেলে রেখে চলে যায়।

তিনি আরও জানান, লাগেজ দুইটিতে স্ক্যানিংকালে সিগারেট বলে সন্দেহ হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে লাগেজগুলো খোলা হলে ১৫০ কার্টনের ৩০ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। এ বিষয়ে শুল্ক আইন মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর