বাংলাদেশ- ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায় বৈঠক শুরু

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 02:37:37

ঢাকা: বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৬ষ্ঠ বৈঠক রোববার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে শুরু হয়েছে।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বৈঠকে সভাপতিত্ব করছেন।

সূত্র জানায়, বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ ক্রিয়াকলাপ দমনে সহযোগিতা এবং ভ্রমণ ব্যবস্থা সম্পর্কিত বিষয়ে আলোচনা হবে।

ভারত ও বাংলাদেশের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর পর্যায়ের এটি নিয়মিত বৈঠক। ২০১৬ সালের জুলাই মাসে নয়াদিল্লীতে সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যায়  তিনদিনের সফরে  ঢাকায় এসেছেন।

শনিবার (১৪ জুলাই) সকাল ১০টায় রাজনাথ সিং  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তিনি যমুনা ফিউচার পার্কে একটি নতুন, আধুনিক ও সমন্বিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করেন। তারপর তিনি বিশেষ বিমানে রাজশাহী সফর করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সঙ্গে যৌথভাবে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বাংলাদেশ-ভারত মৈত্রী ভবন উদ্বোধন করেন। দুপুর একটার দিকে রাজনাথ সিং ঢাকা ছাড়বেন।

এ সম্পর্কিত আরও খবর