ধর্ষককে পারিবারিকভাবে বয়কটের আহ্বান

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-30 16:00:57

শুধু আইন দিয়ে নয়, সামাজিক আন্দোলনের মাধ্যমে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক-শিক্ষার্থীরা। একই সঙ্গে পারিবারিকভাবে ধর্ষককে বয়কটের আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে বেরোবির প্রধান ফটকের সামনে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অবিলম্বে ধর্ষককে গ্রেফতার, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও পারিবারিকভাবে ধর্ষককে বয়কট করার কথা জানিয়ে বক্তারা বলেন, ‘আইনের ফাঁক ফোকর বন্ধ না হওয়ায় ধর্ষণ থেকে শুরু করে নানা অপকর্মে জড়িতরা রাষ্ট্রকে উত্তপ্ত করার চেষ্টা করছে। এদের বিচার চাইতে গিয়ে কিছু রাষ্ট্র বিরোধী অপশক্তি ষড়যন্ত্রের সুযোগ খুঁজবে। তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার পাশাপাশি সচেতন সমাজকে অপরাধীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।

মানববন্ধনে বেরোবি শাখার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী বাবুল হোসেন, গণিত বিভাগের শিক্ষার্থী ঐশী প্রমুখ বক্তব্য দেন।

কর্মসূচিতে বক্তারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি দমন ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

উল্লেখ্য, গত রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। বর্তমানে ওই শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর