যশোর বোর্ডে পাস ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা | 2023-09-01 15:17:12

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষায় এবার পাসের হার ৯১ দশমিক ০৮ ভাগ। এবার যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৫৫ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এবার মেয়েরা এগিয়ে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে সারাদেশে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। গতবছর যশোর বোর্ডের জেএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৮৪ দশমিক ৬১ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল ৭ হাজার ২৫৬ জন।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, এ বছর ২ লাখ ৩৩ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে পাস করেছে ২ লাখ ১২ হাজার ৯৭৬ জন শিক্ষার্থী। যার মধ্যে ১ লাখ ৬৯৬ জন ছাত্র এবং ১ লাখ ১২ হাজার ২৮০ জন ছাত্রী। ৫ হাজার ৫২০ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে, ৪ হাজার ২৩৫ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।

এবার যশোর শিক্ষা বোর্ডের জেএসসি পরীক্ষায় ছাত্রদের পাসের হার ৮৯ দশমিক ৭৯ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৯২ দশমিক ২৭ শতাংশ।

উল্লেখ্য, গত ২ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয়। ১১ নভেম্বর পর্যন্ত জেএসসি পরীক্ষা এবং ১৩ নভেম্বর পর্যন্ত জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর যশোর বোর্ডে মোট ২৮৩টি প্রতিষ্ঠানে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরও খবর