জেএসসি-জেডিসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 04:33:59

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হারে ছেলেদের থেকে এগিয়ে রয়েছে মেয়েরা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ফলাফল তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ছেলেদের পাসের হার ৮৬ দশমিক ৭২ ভাগ। অন্যদিকে, মেয়েদের পাসের হার ৮৮ দশমিক ৩৩ ভাগ।

একই চিত্র মাদ্রাসা বোর্ডেও। এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮৮ দশমিক ৯৬ ভাগ। অন্যদিকে, মেয়েদের পাসের হার ৯০ দশমিক ৪২ ভাগ।

অরও পড়ুন: জেএসসি-জেডিসিতে ৩৩ প্রতিষ্ঠানের পাস করেনি কেউ

শিক্ষামন্ত্রী জানান, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদরাসা বোর্ড মিলিয়ে ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ০৩ ভাগ। আর মেয়েদের পাসের হার ৮৮ দশমিক ৬৪ ভাগ।

এর আগে গণভবনে সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পিইসি ও জেএসসি পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এরপর বিভিন্ন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

এ সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অরও পড়ুন: জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৭.৯০ শতাংশ

জেএসসি-জেডিসিতে বেড়েছে জিপিএ ৫

প্রধানমন্ত্রীর কাছে পিইসি ও জেএসসি পরীক্ষার ফল হস্তান্তর

এ সম্পর্কিত আরও খবর