সিলেটের রাজনৈতিক অঙ্গনে নাদেলের চমক

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-09-01 22:24:26

সবাইকে চমকে দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) শফিউল আলম চৌধুরী নাদেল।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ৯টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে শফিউল আলম চৌধুরী নাদেলের নাম ঘোষণা করেন। অথচ সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় ছিলেন না তিনি। হঠাৎ গুরুত্বপূর্ণ পদ পাওয়া নাদেল যেন রীতিমতো মহাচমক দিয়েছেন সিলেটের রাজনৈতিক অঙ্গনে।

জানা যায়, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত সিলেট মহানগর আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। শেষ পর্যন্ত ওই পদে দায়িত্ব পাননি। তবে এখন তিনি এক লাফে পেয়ে গেলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ।

আওয়ামী লীগের নেতারা জানান, শফিউল আলম চৌধুরী নাদেলের রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল ১৯৮৬ সালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালনের মধ্য দিয়ে। এরপর তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সবশেষ কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এদিকে, নাদেল দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সিলেট আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা।

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী সবসময় সঠিক সিদ্ধান্ত নেন। দলের ত্যাগীরা মূল্যায়িত হয়েছেন।’

উল্লেখ্য, শফিউল আলম নাদেল রাজনীতির বাইরে ক্রীড়াঙ্গনের সাথেও জড়িত। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক। ছিলেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকও। এছাড়া সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন নাদেল।

এ সম্পর্কিত আরও খবর