রংপুরের ক্রীড়াঙ্গন বাঁচাতে মানববন্ধন

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,রংপুর | 2023-08-30 21:24:27

রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ, জেলা স্টেডিয়ামের সংস্কার, নিয়মিত প্রিমিয়ার লিগ ও সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ নিশ্চিতকরণসহ সাত দফা দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে রংপুর উন্নয়ন ফোরাম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে নগরীর কাচারি বাজার ডিসির মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৫ সালের পর থেকে এখন পর্যন্ত রংপুরে কোনো ধরনের ক্রিকেট ও ফুটবল লিগের আয়োজন হয়নি। অথচ রংপুরে পাঁচ শতাধিক বিভিন্ন বয়সের ক্রিকেটার রয়েছেন। ভালো মানের ফুটবলার রয়েছেন। শুধু নিয়মিত লিগের ব্যবস্থা ও খেলাধুলার আয়োজন না থাকায় রংপুর থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি হচ্ছে না।

মানববন্ধনে ফোরামের সদস্য সচিব রাকিবুল হাসান রাকিবের সঞ্চালনায় ও আহবায়ক সুলতান মাহমুদ টিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর উন্নয়ন ফোরামের উপদেষ্টা আতাউর জামান বাবু, সাবেক ক্রিকেটার হাসানুজ্জামান উজ্জ্বল, ফোরামের সদস্য জীবন ঘোষ, শুভ পাল, আমজাদ সুলতান, হাবিব, কবির, অঞ্জন প্রমুখ।

মানববন্ধন সমাবেশ শেষে রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম ও জেলা প্রশাসক আসিব আহসানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে ফোরামের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর