চসিককে প্রায় ৪ কোটি টাকার কর দিল গ্রামীণফোন

চট্টগ্রাম, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-21 08:07:56

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় গ্রামীণফোনের স্থাপিত টাওয়ারের বকেয়া পৌরকর বাবদ প্রায় ৪ কোটি টাকার চেক হস্তান্তর করেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে আন্দরকিল্লাস্থ চসিক কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে গ্রামীণফোন লিমিটেডের পক্ষে ঢাকার সিনিয়র এক্সিকিউটিভ রিদোয়ানুর রহমান চৌধুরী চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নিকট এই করের টাকা হস্তান্তর করেন।

নগরীতে গ্রামীণফোনের টাওয়ার স্থাপিত টাওয়ার বাবদ ২০১৩-২০১৪ অর্থ বছর হতে ২০১৯-২০২০ অর্থ বছর পর্যন্ত সাত বছরে ৩ কোটি ৮৩ লক্ষ ৫৭ হাজার ২৫৭ টাকার বকেয়া ছিল।

করের টাকা পাওয়ার বিষয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নগরবাসীর প্রদেয় ট্যাক্সের মাধ্যমে পরিচালিত হয়। চট্টগ্রাম সিটি করপোরেশন তার নির্ধারিত পরিষ্কার পরিচ্ছন্নতা,আলোকায়ন এবং অবকাঠামো উন্নয়ন ব্যতীত শিক্ষা, স্বাস্থ্যসহ বহুমুখী কার্যক্রম পরিচালনা করে নগরবাসীকে সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছে।

এই সময় স্পেশালিষ্ট সাইট একুজিশন ডেভেলপমেন্ট প্রজেক্ট কর্মকর্তা মাহবুব সালেকীন, গ্রামীণফোনের চট্টগ্রাম ডিভিশনের প্রধান মো. শরীফ মাহমুদ খান, জেনারেল ম্যানেজার ফিরোজ উদ্দিন, মোহাম্মদ হাসনাত পারভেজ, আবদুল্লাহ আল হারুন শরীফসহ গ্রামীণফোনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা,প্রধান প্রকৌশলী লে.কর্নেল সোহেল আহমদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সাইফুদ্দিন উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর