খালেদা জিয়া রাজনৈতিক কারণে কারাবন্দি : নজরুল ইসলাম খান

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-24 20:20:21

রাজনৈতিক কারণে খালেদা জিয়া আজ কারাবন্দি। একই কারণে তার মুক্তি বিলম্বিত হচ্ছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের মুক্তির দাবিতে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে সংহতি সমাবেশে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, খালেদা জিয়ার সাজা হওয়ার একটাই কারণ। সে কারণটি হল প্রধানমন্ত্রী বলেছেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছেন। প্রধানমন্ত্রীর কথা সঠিক প্রমাণ করতে উনি দোষ না করলেও সাজা হতে হবে এবং তাই হয়েছে। রাজনৈতিক ইচ্ছায় তার মুক্তি বিলম্বিত হচ্ছে। তবে তাকে বেশিদিন আটকে রাখা যাবে না। সভায় তিনি বলেন, উন্নয়নশীল দেশের স্বীকৃতিতে শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বাহিনীর লোকজন ও ছাত্র-ছাত্রীরা শোভাযাত্রা করেছে। উন্নতি হলে তো জনগণ স্বত:স্ফূর্তভাবে মিছিল করবে। একই সঙ্গে মিয়ানমার এবং লাওস একই তালিকায় এসেছে, কিন্তু তাদের দেশে তো কোন মিছিল হয়নি। যারা মিছিলে গেছেন তারা বাধ্য হয়ে এসেছেন। রাস্তা বন্ধ করে মিছিল করায় জনগণ বরং অসন্তুষ্ট হয়েছে। ‘জার্মানীর কাছ থেকে বাংলাদেশের কিছু শেখার নাই’-প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের এমন বক্তব্যের জবাবে নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছবির নিচে হিটলারের ছবি। তাহলে তাদের কাছ থেকে কী শেখার থাকে আমাদের ? বাংলাদেশের এমন স্বীকৃতি বড় দূর্ভাগ্যের বিষয়। বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন, বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.)আখতারুজ্জামানসহ লেবার পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর