শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-29 17:41:53

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার হয়েছে। শনিবার সকালে প্রশাসনের সাথে তাদের আলোচনা শেষে দাবি মেনে নেয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যহার করে নেয়া হয়। বরিশাল সার্কিট হাউজে বিভাগীয় কমিশনার মোঃ শহীদুজ্জামান, জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাঃ ভাস্কর সাহা, হাসপাতালের পরিচালক আবদুল কাদির, জেলা বিএমএর সভাপতি ডাঃ ইসতিয়াক হোসেন, স্বাচিপের সভাপতি ডাঃ কামরুল হাসান সেলিম, বিএমপির উপ-পুলিশ কমিশনার আঃ রউফ, ইন্টার্ন ডক্টর’স অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ রাজু আহমেদ, সাধারন সম্পাদক ডাঃ মোঃ নাহিদ হাসানসহ সংশ্লিষ্টরা সভায় মিলিত হন। সভায় প্রশাসনের কর্মকর্তারা চিকিৎসকদের যৌক্তিক দাবীগুলো মেনে নেয়ার আশ্বাস দিলে তারা অবিরাম কর্মবিরতি প্রত্যাহার করে সকাল ১১টার পরে কাজে যোগ দেন। অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, হাসপাতালে তাদের নিরাপত্তা জোরদার করার জন্য সার্বক্ষনিক পুলিশ অথবা আনসার মোতায়েন থাকবে। ্এছাড়া চিকিৎসকদের উপর হামলায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার দাবী মেনে নেন কর্মকর্তারা। এদিকে গত দুইদিনে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলাকালে হাসপাতালে ভর্তি প্রায় দেড় হাজার রোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছেন। অনেক রোগীর দুর্ভোগ ছিল চরমে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় খাদিজা আক্তার নামে এক প্রসুতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত স্বজনরা ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা চালিয়ে ৩জনকে আহত করে। এ সময় অপারেশন থিয়েটারেও তারা ভাংচুর চালায়। এর প্রতিবাদে এবং নিরাপত্তা বাড়ানোর দাবীতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে ইন্টার্নরা কর্মবিরতি শুরু করে।

এ সম্পর্কিত আরও খবর