রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা করবে চীন

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 19:53:23

কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে অবস্থানরত রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন। বেইজিং সফররত পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে বৈঠকে পর সহোযোগিতার বিষয়টি নিশ্চিত করেন চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই।

পররাষ্ট্র মন্ত্রণালেয়র বিজ্ঞপ্তি জানানো হয়, চীনা পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে তিনদিনের সফরে বেইজিংয়ে সফর করেন আবুল হাসান মাহমুদ আলী। ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত সফরকালে প্রথম দিন এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন সমস্যা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী তুলে ধরেন, আতঙ্কগ্রস্ত রোহিঙ্গারা কোন আশ্রয় কেন্দ্রে নয় বরং পূর্ণ নিশ্চয়তা নিয়ে তাদের নিজ গ্রামে ফিরে যেতে চায়।

এসব রোহিাঙ্গাদের দ্রুত দেশে ফেরাতে উদ্যোগ নেয়ার পাশাপাশি রাখাইন রাজ্যে অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য মিয়ানমার সরকারকে উৎসাহিত করতে চীনের সক্রিয় সহোযোগিতা কামনা করে বাংলাদেশ। এসব ক্ষেত্রে বাংলাদেশকে সহোযোগিতার আশ্বাস দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

এ সম্পর্কিত আরও খবর