'পেঁয়াজ সিন্ডিকেটে লাভবান ব্যবসায়ী, ক্ষতিগ্রস্ত কৃষকরা'

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2023-08-21 12:04:57

পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে ব্যবসায়ীদের সিন্ডিকেট লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকসহ সাধারণ মানুষ হয়েছে বলে দাবি করেছেন জাতীয়তাবাদী কৃষকদল। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুর মহানগরীতে আয়োজিত মানববন্ধন থেকে এ অভিযোগ করেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনটির নেতারা।

জাতীয়তাবাদী কৃষকদলের নেতৃবৃন্দরা বলেন, 'প্রতিদিন খবর আসছে, পেঁয়াজ বিমানে। কোথায় সেই বিমান। কোথায় সেই পেঁয়াজ। পরিকল্পিতভাবে সরকারের সাথে ব্যবসায়ীরা যোগসাজসে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানো হয়েছে। সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ। জনগণ পেঁয়াজের দামে নয়, সরকারের কাণ্ডে হাঁপিয়ে উঠেছে।'

রংপুর মহানগর ও জেলা কৃষকদলের ব্যানারে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর মহানগর কৃষকদলের আহবায়ক শাহ নেওয়াজ রহমান লাবুর সভাপতিত্ব করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের আহবায়ক আনোয়ারুল হক শাহাদাৎ আনোয়ার, মহানগর কৃষক দলের সদস্য সচিব আহসানুল কবির পাপ্পু, সিনিয়র যুগ্ম আহবায়ক ফিরোজ রহমান পিন্টু, যুগ্ম আহবায়ক ইকবাল ইমাম শাহীন, জেলা কৃষকদলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু, যুগ্ম আহবায়ক হযরত আলী প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর