বাড়তি দামে পেঁয়াজ বিক্র‌ি, অভিযানে জরিমানা

বিবিধ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, খুলনা | 2023-08-18 21:07:20

খুলনায় পেঁয়াজের পাইকারি বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বাড়তি দামে পেঁয়াজ বিক্র‌ির দায়ে ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে স্টেশন রোডস্থ সোহেল ট্র‌েডার্সে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত‌ের ম্যাজিস্ট্রেট মিজানুর জানান, বেশি দামে পেঁয়াজ বিক্র‌ি হচ্ছে এমন অভিযোগে স্টেশন রোডের সোহেল ট্র‌েডার্সে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তারা ১৭০ টাকা দরে পেঁয়াজ কিনে তা ২১০ থেকে ২১৫ টাকায় বিক্র‌ি করছে। যা বেআইনি। পেঁয়াজের কেনা মূল্যের চেয়ে প্রতি কেজিতে প্রায় ৪০টাকা বেশি দামে বিক্রির দায়ে সোহেল ট্রেডার্সের পেঁয়াজ ব্যবসায়ী হযরত আলীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের সতর্কও করে দেওয়া হয়।

তিনি বলেন, ‘যতদিন পেঁয়াজের বাজার স্বাভাবিক না হবে, ততদিন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর