সিলেটে ৯৬২ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিলেট | 2023-09-01 07:09:23

সিলেট কর অঞ্চলে ২০১৯-২০ বর্ষে ৯৬২ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর এই লক্ষ্যমাত্রা ছিল ৮৬২ কোটি টাকা। এর মধ্যে ৬২৯ কোটি ৫৬ লাখ টাকা আদায় করা হয়েছিল।

সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টায় সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিলেটের কর কমিশনার রনজীত কুমার সাহা। সিলেট নগরের হাউজিং এস্টেট কর অঞ্চলের অস্থায়ী কার্যালয়ে আয়কর মেলা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রনজীত কুমার সাহা আরও জানান, পুরাতন করদাতাদের ওপর চাপ সৃষ্টি না করে নতুন করদাতা বাড়ানোর কাজ চলছে। এই লক্ষ্যে ৪০ হাজার করদাতা বাড়ানোর জন্য কাজ করা হচ্ছে।

তিনি আরও জানান, করদাতাদের উৎসাহিত করতে এবারো ৪ ক্যাটাগরিতে ৩৫ জনকে পুরস্কার দেয়া হবে। আগামী ১৩ নভেম্বর নগরের রিকাবিবাজার মোহাম্মদ আলী জিমনেসিয়ামে তাদের সম্মাননা দেয়া হবে। পরদিন ওই ভেন্যুতে ১৪-২০ নভেম্বর পর্যন্ত আয়কর মেলা চলবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার পঙ্কজ লাল সরকার, সাহেদ আহমেদ চৌধুরী, উপ কর কমিশনার কাজল সিংহ।

এ সম্পর্কিত আরও খবর