১১ ও ১২ নভেম্বর উপকূলীয় ১৪ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 12:50:57

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সোমবার (১১ নভেম্বর) ও মঙ্গলবার (১২ নভেম্বর) উপকূলীয় ১৪ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। তবে ঘূর্ণিঝড় কবলিত লোকজনের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে এসব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

রোববার (১০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এই আদেশ জারি করেন।

আদেশে আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

জেলাগুলো হচ্ছে— চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর।

এ সম্পর্কিত আরও খবর