চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম | 2023-08-31 12:50:52

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব কমে আসতেই সচল হয়েছে চট্টগ্রাম বন্দরের সকল কার্যক্রম। রোববার (১০ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদফতর সমুদ্রবন্দরের ৯ নম্বর মহাবিপদ সংকেত ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেতে নামিয়ে আনতেই বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক হয়।

বুলবুলের প্রভাব তেমন পড়েনি চট্টগ্রামে। আকাশ সকাল থেকেই মেঘাচ্ছন্ন আছে। বিভিন্ন জায়গায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির সঙ্গে মৃদু বাতাস বইছে। বুলবুলের আঘাত থেকে রক্ষা পেতে শনিবার সকালেই ১৮টি পণ্যবাহী জাহাজকে সাগরে পাঠিয়ে দেওয়া হয়েছিল।

রোববার সকাল থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হলে বন্দরের নিজস্ব পাইলটরা জাহাজগুলো জেটিতে ফিরিয়ে আনতে কাজ শুরু করেন।

বন্দর সচিব ওমর ফারুক থেকে জানা যায়, বন্দর স্বাভাবিক হয়েছে। বন্দরে জাহাজ ভেড়ানোর কাজ চলছে। বন্দরে জাহাজ ভিড়লেই পণ্য ওঠানো-নামানো শুরু হবে।

এদিকে, পর্যাপ্ত জায়গার অভাবে একসঙ্গে সব জাহাজ বন্দরে ভেড়ানোর সুযোগ নেই বলে জানা গেছে বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে। সে ক্ষেত্রে সব জাহাজ ভেড়াতে রাতের জোয়ার এবং সোমবার সকালের জোয়ারের জন্য অপেক্ষা করতে হবে।

এদিকে, প্রায় ১৫ ঘণ্টা পর আবারও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সকাল ৭টা থেকেই উড়োজাহাজ ওঠা-নামা শুরু হয়।

এ সম্পর্কিত আরও খবর