বরিশালে ২৪৩৬ আশ্রয়কেন্দ্রে ১২ লাখ ৬৯ হাজার উপকূলবাসী

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল | 2023-08-21 10:12:18

বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানতে পারে এমন খবর বরিশালে ছড়িয়ে পড়লে সন্ধ্যা থেকেই আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করে উপকূলবর্তী কয়েক লাখ মানুষ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আশ্রয়কেন্দ্রগুলিতেও মানুষের উপস্থিতি বাড়ছে।

একই সঙ্গে মানুষ গবাদি পশু নিয়েও আশ্রয়কেন্দ্রে আসছেন। আশ্রয়কেন্দ্রে আগতদের পর্যাপ্ত শুকনা খাবার পরিবেশন করছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা।

বরিশালের প্রস্তুত থাকা ২৪৩৬ আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ১২ লাখ ৬৯ হাজার ৭৭৫ জন মানুষ আশ্রয় নিয়েছেন। শনিবার রাত ১১টায় বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. হাবিবুর রহমান।

আশ্রয়কারীদের মধ্যে উপকূলীয় জেলা ও উপজেলার মানুষের সংখ্যাই বেশি। এর মধ্যে বরিশাল জেলার ১ লাখ, পটুয়াখালীতে প্রায় ৪ লাখ, ভোলায় ৩ লাখ এবং ঝালকাঠিতে ১২ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। বাকিরা পিরোজপুর ও বরগুনা জেলার আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান করছেন।

এ সম্পর্কিত আরও খবর