বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আসছেন

, জাতীয়

  স্পেশাল করেসপন্ডেন্ট , বার্তা২৪.কম | 2023-08-22 16:57:43

 

ঢাকা: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম তিন দিনের সফরে ৩০ জুন ঢাকায় আসছেন। তিনি মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন দেখতে কক্সবাজারেও যাবেন।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে জিম ইয়ং কিমের এটি দ্বিতীয় সফর। এর আগে বিশ্ব দারিদ্র্য নিরসন দিবস পালন উপলক্ষে অতিথি হিসেবে গত বছর ঢাকায় এসেছিলেন তিনি। বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে অভূতপূর্ব সাফল্য অর্জনের স্বীকৃতি হিসেবে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ওসমানী স্মৃতি মিলনায়তনে।

সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।

এর আগে বিশ্ব ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশে সংকট তীব্র হচ্ছে। চরম দূর্দশাগ্রস্ত এই উদ্বাস্তু জনগোষ্ঠীর ব্যবস্থাপনার জন্য বাংলাদেশের জরুরিভিত্তিতে সহায়তা দরকার। বিশ্বব্যাংক রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগণের প্রয়োজনে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর