নলকূপ বসাতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল | 2023-08-25 23:35:20

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভায় গভীর নলকূপ বসাতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে। পৌরসভার ৮ নং ওয়ার্ডের আব্দুল খালেক মোল্লার বাড়িতে গভীর নলকূপ বসানোর সময় ওই গ্যাসের সন্ধান পাওয়া যায়।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়।

জানা গেছে, আব্দুল খালেক মোল্লার বাড়িতে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গভীর নলকূপ বসানোর জন্য ৮০০ ফুট পাইপ বোরিং শুরু করে মিস্ত্রিরা। প্রায় ২০০ ফুট পাইপ বোরিং করার পর থেকেই গ্যাসের চাপ অনুভব করে তারা। তারপর থেকেই নলকূপ বসানোর কাজে বিভিন্ন সমস্যা দেখা দেয়। ৮০০ ফুট পাইপ বসানো শেষ হলে অতিরিক্ত চাপের কারণে সেখান থেকে প্রাকৃতিক গ্যাস বের হতে শুরু করে। পরে ইট দিয়ে চুলা বানিয়ে সেই গ্যাস ব্যবহার করে আগুন জ্বালিয়ে রান্নার কাজ করে বাড়ির লোকজন।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় জানান, বিষয়টি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চিঠি দিয়ে জানানো হয়েছে। গ্যাস ব্যবহার করে রান্নার কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর