সিলেটে পেঁয়াজের দাম এখনো চড়া

সিলেট, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিলেট  | 2023-08-31 22:54:03

সিলেটের বাজারে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। সিলেটের বাজারে বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকায়। কিছু পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। তবে সেগুলোর মান ভালো নয়।

শুক্রবার (১৮ অক্টোবর) সিলেটের মদিনা মার্কেট ও রিকাবীবাজার ঘুরে এ চিত্রই দেখা যায়।

বিক্রেতারা জানিয়েছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের পর বাজারে পেঁয়াজের দাম ১২০ টাকা পর্যন্ত ওঠে। তবে প্রশাসনের কড়াকড়িতে সেই মূল্য কমে ৮০ থেকে ৯০ টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছে।

এদিকে, পেঁয়াজ ছাড়াও বাজারে এখনো অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে অন্যান্য নিত্যপণ্য। বাজারে বর্তমানে রসুন ১৩০ টাকা, আদা ১৫০ টাকা, আলু ২২ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে ফুলকপি ও শিম ১০০ টাকা, বাঁধাকপি ৭০ টাকা, গাজর ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 

লাউ, করলা, ঝিঙে, বরবটি, বেগুন, পটল, ঢেঁড়শ ও ধুন্দুল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজিতে।

মাছের বাজার ঘুরে দেখা যায়, বাজারে রুই মাছ বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজি, তেলাপিয়া ১৪০ টাকা, পাঙাস ১২০ টাকা, শিং ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এছাড়া বাজারে ব্রয়লার মুরগি ১৩৫ টাকা ও গরুর মাংস ৪৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর