রাজধানীর খিলক্ষেতে বাসচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-23 06:52:46

রাজধানীর বিমানবন্দর সড়কের শেওড়া বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী মারা গেছে। মেয়েটির নাম ইসরাত জাহান রিপ্তি (১৫)। আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। ইসরাত জাহান রিপ্তি শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবার নাম জহিরুল হক। দুই বোনের মধ্যে ছোট ছিল রিপ্তি। সোমবার বিকেলে ঢাকা সেনানিবাস এলাকার মাটিকাটায় প্রাইভেট পড়া শেষে মামা খালিদ হোসেনের সঙ্গে মোটরসাইকেলে খিলক্ষেতের বাসায় ফিরছিল রিপ্তি। শেওড়া বাসস্ট্যান্ড এলাকায় আসার পর বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ছিটকে পড়ে যায় রিপ্তি। তার মামা খালিদও গুরুতর আহত হন। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আসিফ ইকবাল কয়েকজনের সহায়তায় আহত লিটনকে হাসপাতালে নিয়ে আসেন। তিনি জানান, মোটর সাইকেলটিকে ধাক্কা দেওয়ার পর বাস না থামিয়ে চলে যাচ্ছিলেন চালক। "ধাক্কা লেগে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে মেয়েটি। বাসের চাকায় তার মাথা পিষ্ট হয়। ছেলেটির শরীর বাসের সঙ্গে আটকে থাকে। এ অবস্থায় প্রায় একশ গজ তাকে টেনে নিয়ে যায়। সবাই মিলে বাস থামিয়ে বাসের নিচ থেকে তাকে টেনে বের করে হাসপাতালে নিয়ে আসি। " দুর্ঘটনার খবর পেয়ে কুর্মিটোলা হাসপাতালে ছুটে আসেন রিপ্তির স্বজনরা। খালিদের শ্যালক শাহেদ সাংবাদিকদের বলেন, রিপ্তি ও তাঁর ভগ্নিপতিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনা হয়। সেখানে রিপ্তিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। খালিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন বলেন, বলাকা পরিবহনের বাস ও এর চালককে আটক করে থানায় আনা হয়েছে।    

এ সম্পর্কিত আরও খবর