কিন ব্রিজে যান চলাচল বন্ধ, বসেছে বাজার

সিলেট, জাতীয়

নাবিল চৌধুরী, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিলেট | 2023-08-30 16:02:54

সংস্কারের জন্য সিলেট নগরের ঐতিহাসিক কিন ব্রিজে গত দেড় মাস ধরে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। গত ১ সেপ্টেম্বর এই সেতু দিয়ে সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

সিলেট সিটি করপোরেশন (সিসিক) জানায়, শতবর্ষী এই সেতু দিয়ে প্রতিদিন সুরমা নদী পার হয় কয়েক হাজার যানবাহন। কিন্তু সেতুর বিভিন্ন স্থানে গর্ত হওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ অবস্থায় স্থাপনাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে সংস্কারের কথা বলে প্রায় দেড় মাস ধরে ব্রিজটি বন্ধ থাকলেও এখনো সংস্কারের কোনো কাজ শুরু হয়নি। এই সুযোগে পুরো ব্রিজ দখল করে সেখানে রীতিমতো বাজার বসিয়েছেন হকাররা।

কিন ব্রিজে যান চলাচল বন্ধ
কিন ব্রিজে বিসেছে বাজার, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

সরেজমিনে দেখা যায়, ব্রিজের উপর শাক-সবজি, মাছ, কাপড়, জুতা, মোবাইল সামগ্রী ও বিভিন্ন কোম্পানির সিম কার্ড বিক্রি করছেন তারা।

সজিব নামে এক সবজি বিক্রেতা বলেন, 'ব্রিজ দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে। তাই এখানে দোকান দিলে মোটামুটি ভালোই লাভ হয়। ব্রিজে সবজি বিক্রি করতে কাউকে টাকা দিতে হয় না। তবে রাস্তার পাশে বসলেই শুধু টাকা দিতে হয়।'

দীর্ঘদিন ধরে কিন ব্রিজ বন্ধ থাকায় ক্ষোভ বেড়েছে স্থানীয় ব্যবসায়ীদের মাঝেও। ইতোমধ্যে ২২ অক্টোবরের মধ্যে ব্রিজে যান চলাচলের জন্য খুলে দেওয়ার দাবিতে সময়সীমা বেধে দিয়েছেন তারা।

কিন ব্রিজে যান চলাচল বন্ধ
কিন ব্রিজে হকারদের বাজার, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

এ বিষয়ে সিলেট মহানগরের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, 'ব্রিজ সংস্কার করার দায়িত্ব সড়ক ও জনপথ বিভাগের, সিসিকের নয়। কিন ব্রিজ বন্ধ করার আগে সিসিকে কোনো সভা হয়নি। কোনো কাউন্সিলর জানেন না ব্রিজ বন্ধ করার বিষয়ে। মেয়রের একক সিদ্ধান্তে ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছে।'

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'কিন ব্রিজ সংস্কার কাজ দ্রুত শুরু হবে। মেয়র আরিফুল হক চৌধুরী বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফিরলেই কাজ শুরু হবে।'

২২ অক্টোবরের মধ্যে কিন ব্রিজ খুলে দিতে ব্যবসায়ীদের দাবির প্রসঙ্গে তিনি বলেন, 'তারা তাদের দাবি করেছেন। এ প্রসঙ্গে আমার বলার কিছু নেই।'

এ সম্পর্কিত আরও খবর