৫০ হাজার রোহিঙ্গার নতুন তালিকা দিয়েছে বাংলাদেশ 

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-23 05:12:34

 

প্রত্যাবাসনের জন্য চতুর্থ ধাপে ৫০ হাজার রোহিঙ্গার নতুন একটি তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, এবার সপরিবারে ৫০ হাজার রোহিঙ্গার নতুন তালিকা দেওয়া হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার, চীন ও বাংলাদেশ- এই তিন দেশ মিলে একটা কমিটি করার সিদ্ধান্ত হয়। অচিরেই এ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে, ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত অসুস্থ থাকায় বিলম্ব হচ্ছে।

উপকূলে রাডার স্থাপনের বিষয়ে ভারতের সাথে বাংলাদেশের চুক্তির বিয়ষে চীনের আপত্তি আছে কিনা- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, চীনের আপত্তি থাকার কোন অবকাশ নেই।

বাংলাদেশে বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে। তাদের বেশিরভাগই ২০১৭ সালের ২৫ আগস্টের পর বাংলাদেশে প্রবেশ করেছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমার ২০১৭ সালের ২৩ নভেম্বর চুক্তি সই করে। পরে দুই দেশ ২০১৮ সালের ১৬ জানুয়ারি মাঠপর্যায়ে কার্যক্রম এগিয়ে নিতে ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ চুক্তি করে, যা অনুযায়ী প্রত্যাবাসন শুরুর দুই বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।

এ সম্পর্কিত আরও খবর