গোদাগাড়ীতে ফের রাসেল ভাইপারের উপদ্রব, আতঙ্কে কৃষকরা

রাজশাহী, জাতীয়

হাসান আদিব, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-31 04:57:35

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিষধর সাপ রাসেল ভাইপারের ফের উপদ্রব বেড়েছে। মাঠজুড়ে আউশ ধানের ক্ষেতে প্রায়ই দেখা মিলছে বিষধর রাসেল ভাইপার। গত দুই মাসে অন্তত ১০ জনকে কামড় দিয়েছে এ সাপ। এর মধ্যে মোমিন আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

জানা যায়, বরেন্দ্র অঞ্চলে দীর্ঘ ২৫ বছর পর ২০১৩ সালে হঠাৎ দেখা মেলে রাসেল ভাইপার সাপের। এরপর ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে ব্যাপকভাবে তা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর গোদাগাড়ী এবং তানোর উপজেলায় ছড়িয়ে পড়ে। সাপের কামড়ে শতাধিক মানুষের মৃত্যুও হয়। ২০১৭ ও ২০১৮ সালে এ সাপের উপদ্রব কম দেখা গেলেও চলতি বছর ফের গোদাগাড়ীতে উপদ্রব বেড়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার কেশবপুর, সাহাপুকুর, পাহাড়পুর, ধনঞ্চয়পুর, গোমা, চালনা, ভূষণা, রিশিকুল গ্রামে রাসেল ভাইপার দেখা গেছে। গোদাগাড়ীর মাঠে মাঠে এখন আমন ধান ও পাকা আউশ ধান। ধানের ক্ষেতে ছড়িয়ে পড়েছে বিষধর এ সাপ। কৃষকরা আউশ ধান কাটতে এবং আমন ধানের পরিচর্যা করতে গিয়ে পড়ছেন সাপের কবলে। ফলে মাঠে ধান কাটা থেকে অন্যান্য কাজে মাঠে যেতে ভয় পাচ্ছেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, গোদাগাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোমিন আলী গত ২২ সেপ্টেম্বর ধানক্ষেত পরিচর্যা জন্য নিজের জমিতে যান। পরে তাকে কামড় দেয় রাসেল ভাইপার। তিনি চিৎকার করলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। গত ২৬ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে একই এলাকার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তুহিনকে কামড় দেয় রাসেল ভাইপার। পরে তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়। এক সপ্তাহ চিকিৎসা শেষে বাড়িতে ফিরলেও তার শরীলে জ্বালা-পোড়া শুরু হয়। স্কুল ছাত্র তুহিন এখনো পুরোপুরি সুস্থ হতে পারেনি।

২ সেপ্টেম্বর উপজেলার নাশিদানপুর গ্রামের কৃষক ফজল উদ্দিন জমিতে কাজ করার সময় তাকে কামড় দেয় এ সাপ। পরে রামেক হাসপাতালে ১৫ দিন চিকিৎসা নিয়ে ফিরলেও তিনি এখনো পুরোপুরি সুস্থ নন। একই গ্রামের আরও একজন কৃষক সাপের কামড়ে যন্ত্রণা নিয়ে জীবন-যাপন করছেন বলে জানান ফজল উদ্দিন।

গোদাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বলেন, '২০১৫ সালের দিকে রাসেল ভাইপার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে মাঝে দুই বছর উৎপাত কম ছিল। কিন্তু এখন মাঠে প্রচুর সাপ দেখা যাচ্ছে। শনিবার (১২ অক্টোবর) শিমলা গ্রামে একটি সাপ দেখা যায়। সেটিকে স্থানীয়রা পিটিয়ে মেরেছে।'

তিনি বলেন, 'গত দেড় থেকে দুই মাসে আমার কাছে অন্তত ১২ থেকে ১৪ জনকে সাপে কামড়ানোর খবর এসেছে। এলাকার মানুষ আতঙ্কে মাঠে চলাফেরা করতে পারছেন না। ঘরবাড়িতেও খুব সতর্ক হয়ে বসবাস করছেন তারা।'

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিউর রহমান বলেন, 'মাঠে সাপের উৎপাতের বিষয়টি আমি শুনেছি। কৃষকরা আমাদের কাছে বিষয়টি বলছেন। আমরা তাদেরকে ভীত না হতে বলেছি। মাঠে ধানক্ষেতে যাওয়ার জন্য ফুলপ্যান্ট, অ্যাপ্রোন ও লাঠি রাখার পরামর্শ দিয়েছি।'

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আজিজুল হক আজাদ বলেন, 'রাসেল ভাইপারে কামড়ালে রোগীর দ্রুত কিডনি অকেজো হতে শুরু করে। শরীরে জ্বালা-পোড়া করে এবং কামড়ানোর স্থানে পচন ধরে। রোগীর শরীরে রক্ত জমাট বাঁধতে শুরু করে। দ্রুত চিকিৎসা না করালে রোগীকে বাঁচানো অসম্ভব হবে পড়ে।'

তিনি আরও বলেন, 'হাসপাতালে রাসেল ভাইপারের এন্টি ভেনম থাকলেও তা সেভাবে কাজ করে না। ২০১৫ সালের দিকে আমরা যখন প্রথম রাসেল ভাইপারে কামড়ানো রোগী পেয়েছিলাম, দ্রুত চিকিৎসা না করানোয় তাদের কামড়ানোর স্থান হাত-পা কেটে ফেলেও রোগী বাঁচাতে পারিনি।'

এ সম্পর্কিত আরও খবর