অনুপ্রবেশকারীদের ঝেঁটিয়ে বিদায় করা হবে: নানক

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2023-08-26 00:14:00

দলকে শুদ্ধ করতে লুকিয়ে থাকা অনুপ্রবেশকারী জামায়াত-বিএনপিকে ঝেঁটিয়ে বিদায় করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে রংপুর টাউন হলে আয়োজিত আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা ব্যাহত করার জন্য আওয়ামী লীগের মধ্যে জামায়াত-বিএনপি ওৎ পেতে আছে। তাদেরকে চিহ্নিত করে শক্ত হাতে প্রতিহত করতে হবে। অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ কাউকে ছাড় দেয় না। অপরাধী নিজ দলের হলেও তাকে আইন অনুযায়ী শাস্তি পেতে হবে।’

তিনি বলেন, ‘অনুপ্রবেশকারী কেউ দলে পদ পাবে না। বিভিন্ন দল থেকে আওয়ামী লীগে আসা নেতা-কর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে। তাদের অতীত ইতিহাস যাচাই-বাছাই করতে হবে। বায়োডাটা না দেখে কাউকে দলে নেওয়া যাবে না। অনুপ্রবেশকারীরাই দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে অপচেষ্টা চালাচ্ছে। আমাদের নেত্রী (প্রধানমন্ত্রী) কি চান, সেদিকে দলের সবাইকে খেয়াল রাখতে হবে।’

ক্ষমতাসীন সরকারকে দলের সরকার উল্লেখ করে রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত এই নেতা বলেন, ‘এটা আওয়ামী লীগের সরকার। সরকারের আওয়ামী লীগ নয়। কাজেই দলকেই প্রথম প্রাধান্য দিতে হবে। একারণে সরকার দল থেকেই প্রথম শুদ্ধি অভিযান শুরু করেছে। এই অভিযান আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা) বিএম মোজাম্মেল হকের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংসদের চীফ হুইপ ইকবালুর রহিম এমপি, সাবেক প্রতিমন্ত্রী মোস্তাফিজার রহমান ফিজার, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ প্রমুখ।

রংপুর বিভাগের আট জেলা ও উপজেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক তৃণমূলে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা তুলে ধরেন কেন্দ্রীয় নেতাদের কাছে। এসময় বক্তৃতায় তৃণমূল পর্যায়ের ক্যাসিনো মার্কা নেতাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালানোসহ প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে ব্যর্থ কমিটির ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জেলা পর্যায়ের নেতারা।

এ সম্পর্কিত আরও খবর