আইপিইউ উইমেন ফোরামে স্পিকার

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 22:21:11

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪১তম সম্মেলনে যোগ দিতে বেলগ্রেডে অবস্থান করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সেখানে তিনি ‘ফোরাম অন উইমেন পার্লামেন্টারিয়ান্স’ সভায় অংশ নিয়েছেন।

রোববার (১৩ অক্টোবর) স্পিকারের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল আইপিইউ উইমেন ফোরামে যোগ দেয়। প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য হাবিবে মিল্লাত, সুবর্ণা মুস্তাফা এবং শবনম জাহান।

ফোরাম অব উইমেন পার্লামেন্টারিয়ান্স-এর সভাপতি সার্বিয়ার ডেপুটি স্পিকার গরদানা টমিচের সভাপতিত্বে আইপিইউ প্রেসিডেন্ট গ্যাব্রিয়েলা কুয়েভাস ব্যারন, সেক্রেটারি মার্টিন চুংগং ও সার্বিয়া পার্লামেন্টের স্পিকার ও ১৪১তম আইপিইউ সম্মেলনের প্রেসিডেন্ট মাজা গোকোভিচ ফোরামে বক্তব্য রাখেন।

সভায় ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস কমিটির রেপোর্টিয়ার হিসেবে ‘অ্যাচিভিং ইউনিভার্সেল হেলথ কাভারেজ বাই ২০৩০: দ্য রোল অব পার্লামেন্টস ইন এনসিওরিং দ্য রাইট অব হেলথ’ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন সংসদ সদস্য হাবিবে মিল্লাত।

এ সম্পর্কিত আরও খবর