‘ভারতের দাসত্ব করার জন্য দেশ স্বাধীন হয়নি’

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-28 04:18:39

ভারতের দাসত্ব করার জন্য দেশ স্বাধীন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

তিনি বলেন, ‘ভারত বাংলাদেশের বন্ধু, তবে তা কোন ব্যক্তি বা দলের নয়। ভারতের সঙ্গে কি চুক্তি হয়েছে তা অবিলম্বে দেশের মানুষের সামনে প্রকাশ করুন। না হলে ধরে নিব মানুষ যা বলছে তাই সত্য, ভারতের সঙ্গে দেশের স্বার্থবিরোধী চুক্তি হয়েছে।’

শনিবার (১২ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত ভারতের সঙ্গে অসমচুক্তি ও আববার ফাহাদ খুনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার জন্য আবরার ফাহাদ খুন হয়েছে। ছাত্রলীগের সোনার ছেলেরা এভাবে শত শত মা বোনের বুক খালি করেছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ছাত্রলীগ টর্চার সেলে পরিণত করেছে।’

বেগম খালেদা জিয়া কোন অঙ্গিকার করে জেল থেকে বের হবেন না জানিয়ে খন্দকার মাহবুব বলেন, ‘রাজপথে আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন নিশ্চিত করে বেগম জিয়াকে মুক্ত করা হবে। অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য বিএনপি নেতা-কর্মীদের নির্মম নির্যাতন করেছেন। অনেক ধৈর্য্য ধরেছি, আর না। গণবিস্ফোরণের মাধ্যমে আপনাদের পতন নিশ্চিত। অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন।’

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক একে এম শফিকুল ইসলাম। এ সময় দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও সহ-সাংগাঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন। এ সময় উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে আবরার ফাহাদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে মোনাজাত করা হয়।

এ সম্পর্কিত আরও খবর