২৫ বছরের কমিটিতেই চলছে বরিশাল যুবলীগ

বরিশাল, জাতীয়

জহির রায়হান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল | 2023-08-31 01:13:57

বরিশাল যুবলীগের কমিটি গত ২৫ বছর ধরে দায়িত্ব পালন করছে। সর্বশেষ ১৯৯৩ সালের ১৯ নভেম্বর ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তিনবছর মেয়াদী কমিটিতে সভাপতি মো. জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক হন ফজলুল করিম শাহিন। এরপর ১৯৯৬ সালের ১৯ নভেম্বর কমিটির মেয়াদ শেষ হলেও আর নতুন কমিটি গঠন করা হয়নি। ফলে অনেকটা দায়সারাভাবে চলছে সংগঠনটি।

জানা গেছে, অনেক যুবলীগ সদস্যরা আবার জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পদেও রাজনীতি করছেন। যাদের মধ্যে জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন বর্তমান বরিশাল জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির যুগ্ম সম্পাদক এবং সাধারণ সম্পাদক ফজলুল করিম শাহিন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

বরিশাল জেলা যুবলীগের সভাপতি মো. জাকির হোসেন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘নতুন কমিটি না হলেও সাংগঠনিক কার্যক্রমে জেলা যুবলীগ পিছিয়ে নেই। তবে নতুন নেতৃত্ব প্রয়োজন। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও কেন্দ্রীয় যুবলীগের সিদ্ধান্ত পেলেই যেকোনও সময় নতুন কমিটি গঠন করা হবে।’

আরও জানা গেছে, গত ১৫ বছরেও বরিশাল মহানগর যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব হয়নি। সর্বশেষ ২০০৪ সালে মহানগর যুবলীগের সম্মেলন প্রস্তুতি ও পূর্ণাঙ্গ কমিটি করার লক্ষে তিনমাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু সেই কমিটি দিয়েই গত ১৫ বছর চলছে বরিশাল মহানগর যুবলীগ। কমিটিতে নিজামুল ইসলাম নিজামকে আহ্বায়ক করে ৫৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরে তা বর্ধিত করে ৮১ সদস্য বিশিষ্ট করা হয়। তবে নিজামুল ইসলাম নিজাম বর্তমান বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া মহানগর যুবলীগের তিনজন যুগ্ম আহ্বায়কও মহানগর আওয়ামী লীগে বিভিন্ন পদ পেয়েছেন।

বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘কেন্দ্রীয় যুবলীগ কাউন্সিল করে নতুন কমিটি ঘোষণা না করায় ১৫ বছরেও মহানগর যুবলীগের কমিটি করা হয়নি। ফলে আমরা মহানগর আওয়ামী লীগে যোগ দিয়েছি।’

বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘নতুন করে বরিশাল জেলা ও মহানগর যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এমনকি কেন্দ্রীয় যুবলীগকেও কমিটি গঠনের ব্যাপারে বলা হয়েছে। মাদক, জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে শুদ্ধি অভিযানের ফলে কিছুটা দেরি হলেও পরীক্ষিত, ত্যাগী ও দলের দুঃসময়ের নেতা-কর্মীদের দিয়ে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।’

এদিকে বরিশাল জেলা যুবলীগ ও মহানগর যুবলীগের নতুন কমিটি না হওয়ায় উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড কমিটিরও বেহাল দশা।

এ সম্পর্কিত আরও খবর