সম্রাটের কার্যালয়ে বিদেশি মদ, পিস্তল-গুলি ও টর্চার মেশিন উদ্ধার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 22:27:06

সদ্য বহিষ্কৃত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের কার্যালয় থেকে ১ হাজার ১৬০ পিস ইয়াবা, ১৯ বোতল বিদেশি মদ, চাইনিজ পিস্তল, ৫ রাইন্ড গুলি, কার্তুজ ৫ পিস, ক্যাঙ্গারুর ২টি চামড়া, ২টি ইলেট্রনিক টর্চার মেশিন উদ্ধার করেছে র‌্যাব।

দীর্ঘ ৫ ঘণ্টা অভিযান শেষে রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় সম্রাটের কার্যালয়ে গণমাধ্যমকে ব্রিফিং করে এসব তথ্য জানান র‌্যাবের মুখপাত্র সারোয়ার বিন কাশেম।

আরও পড়ুন: সম্রাট-আরমানকে ৬ মাসের কারাদণ্ড

 

এদিকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ‘সম্রাটের কার্যালয়ে দুটি বন্য প্রাণির চামড়া রাখায় ৬ মাস এবং কুমিল্লার চৌদ্দগ্রামে মদ পান করায় আরমানকেও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরমানকে কুমিল্লায় পাঠানো হয়েছে।’

আরও পড়ুন: যুবলীগ থেকে বহিষ্কার সম্রাট-আরমান

রোববার দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ের ভূইয়া ম্যানশনের ওই কার্যালয়ে ঢোকেন র‌্যাব সদস্যরা। এরআগে সম্রাটের মহাখালী ডিওএইচএস’র বাড়িতে অভিযান পরিচালনা করে র‌্যাব-১।

উল্লেখ্য, রোববার ভোর ৫ টায় অভিযান চালিয়ে ইসমাইল চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানকেও আটক করা হয়।

এ সম্পর্কিত আরও খবর