ভারতে গেল আরও ৪৫ মেট্রিক টন ইলিশ

বিবিধ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বেনাপোল(যশোর) | 2023-08-18 14:42:32

বেনাপোল দিয়ে ১০টি ট্রাকে ভারতে রফতানি হয়েছে আরও ৪৫ মেট্রিক টন ইলিশের তৃতীয় চালান।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতের পশ্চিমবঙ্গে ৫০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেয়। এর অংশ হিসাবে দুর্গাপূজার ছুটির মধ্যেও বিশেষ ব্যবস্থায় ঢুকছে ইলিশ।

শনিবার (৫ অক্টোবর) রাত ১১ টায় কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারতের পেট্রাপোল বন্দরে ইলিশের ট্রাক প্রবেশ করে।

প্রতি কেজি ইলিশের ৬ ডলার রফতানি মূল্যে দুই দেশেই শুল্কমুক্ত সুবিধায় রফতানি হচ্ছে।

মাছ রফতানিকারকের প্রতিনিধি সিএন্ডএফ এজেন্ট এমি এন্টারপ্রাইজের ম্যানেজার মহিতুল হক বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে পূজা উপলক্ষে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন হয়। ১০ অক্টোবরের মধ্যে ৫০০ মেট্রিক টন ইলিশের সব চালান রফতানির নির্দেশনা রয়েছে। এ পর্যন্ত তিন দিনে ১২৬ মেট্রিক টন ২০০ কেজি ইলিশ ভারতে রফতানি হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর