রোববার বিশ্ব নৌ দিবস, কর্মসূচি নেই চট্টগ্রাম বন্দরে

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম | 2023-08-05 06:27:31

ব্যবসা-বাণিজ্য প্রসার ও আর্থ-সামাজিক উন্নয়নে নৌ-পরিবহনের গুরুত্ব অপরিসীম। চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের প্রায় ৯০ শতাংশ আমদানি-রফতানি কার্যক্রম হয়ে থাকে। চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কল্পনাও করতে পারেন না ব্যবসায়ীরা।

এদিকে রোববার (৬ অক্টোবর) আন্তর্জাতিকভাবে পালিত হবে বিশ্ব নৌ দিবস। কিন্তু দিবসটি উদযাপন উপলক্ষে এখনো কোনো কর্মসূচি গ্রহণ করেনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বিশ্ব নৌ দিবস উদযাপন উপলক্ষে জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘আপাতত কোনো কর্মসূচি নেই। ৬ অক্টোবর কোনো অনুষ্ঠান করছি না আমরা। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে মিল রেখে পরে অনুষ্ঠান করা হবে।’

বিশ্বের সবচেয়ে পুরনো এবং অভিজাত সাময়িকী ‘লয়েডস লিস্টের’ তালিকায় ২০১৬ সালে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৭১তম। ২০১৭ সালে ছিল ৭০তম। সর্বশেষ ২০১৮ সালে চট্টগ্রাম বন্দর বিশ্বের শীর্ষ ১০০ বন্দরের তালিকায় ৬৪তম স্থান লাভ করে।

এ সম্পর্কিত আরও খবর