বিহারিদের বিদ্যুৎ বিল বাকি ৩১ কোটি টাকা, সংঘর্ষে ২০ পুলিশ আহত

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 14:43:28

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে বিহারিদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। সংঘর্ষে এখন পর্যন্ত ২০ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। তেজগাঁও বিভাগের ডিসি আনিসুল রহমান বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে পুলিশের সঙ্গে বিহারিদের সংঘর্ষ

সরেজমিনে দেখা যায়, জেনেভা ক্যাম্পে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাস্তার একপাশে বিহারিরা অন্য পাশে র‍্যাব ও পুলিশ সদস্যরা অবস্থান করছে।

তেজগাঁও বিভাগের ডিসি আনিসুল রহমান বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, দীর্ঘদিনের বিদ্যুৎ বিল বাকি ছিল বিহারিদের। তাদের মোট ৩১ কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি। তাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, তারা বিদ্যুৎ বিল না দিয়ে রাস্তায় বিক্ষোভ করছে। পুলিশের ওপর ও ইট পাটকেল মারছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর