ভোটের মাঠ সুষ্ঠু নয় অভিযোগ বিএনপি প্রার্থী রিটার

রংপুর, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লালমনিরহাট | 2023-08-18 06:48:16

রংপুর সদর (৩ আসন) উপনির্বাচনে ভোটের মাঠ সুষ্ঠু নয় বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান।

শনিবার (৫ অক্টোবর) সকাল দশটায় নগরীর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপি প্রার্থী রিটা রহমান বলেন, নির্বাচন ও ইভিএম নিয়ে মানুষ আশাহত তাই এই নির্বাচনে জনসম্পৃক্ততা নেই। ভোটের পরিবেশ সুষ্ঠু না হওয়ায় মানুষ ভোট দিতে আসছেন না। স্বাভাবিক পরিবেশ হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলেন বলেও দাবি করেন তিনি।

রিটা রহমান অভিযোগ করে বলেন, রাতে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। অনেক নেতাকর্মীকে ভয় দেখানো হয়েছে। এ বিষয়ে রাতে মোবাইলে ও সকালে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। যার কারণে ভোটার উপস্থিতি কম বলে জানান তিনি।

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দেশের অন্যতম বৃহৎ একটি দল। আমরা বারবার অনুরোধ করেছিলাম যে ভোটের মাঠ সুষ্ঠু রাখেন, নিরপেক্ষ আচরণ করেন। কিন্তু তারা পক্ষপাতিত্ব করছেন। ভোটের মাঠ সবার জন্য সমান করতে নির্বাচন কমিশন ব্যর্থ।

এ সময় রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত আরও খবর