বরিশালে সম্প্রীতি সমাবেশ আর আলোর মিছিলে দুর্গোৎসব শুরু 

বরিশাল, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল | 2023-08-31 13:35:09

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে সম্প্রীতি সমাবেশ ও আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে নগরীর অশ্বিনী কুমার হল থেকে আলোর মিছিল বের করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বরিশাল পূজার ভ্যান সামাজিক সংগঠনের সভাপতি ভানু লাল দে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। মুফতি মাওলানা ডা. এম এ ছালাম, স্বামী বিজিতাত্মানন্দ মাহারাজ, রেভ আলবার্ট হালদার ও সংগঠনটির প্রতিষ্ঠাতা সাংবাদিক অপূর্ব অপুসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, 'গোটা বাংলাদেশে রয়েছে অসাম্প্রদায়িকতা নজিরবিহীন উদাহরণ। বিশেষ করে বরিশালে রয়েছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সকলের মাঝে আন্তরিকতার সেতুবন্ধন।'

সমাবেশ শেষে মোমবাতি প্রজ্বলন করে অশ্বিনী কুমার হল চত্বর থেকে বের হওয়া আলোর মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সম্পর্কিত আরও খবর