শনিবার বৈঠকে বসছেন হাসিনা-মোদি

বিবিধ, জাতীয়

শাহজাহান মোল্লা, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 18:31:23

নয়াদিল্লি থেকে: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শনিবার (৫ অক্টোবর) বৈঠকের মধ্য দিয়ে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক ভারত সফর। এদিন কয়েকটি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি পৌঁছালেও প্রথম দু’দিন ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম আয়োজিত ভারত ইকোনোমিক সামিটে অংশ গ্রহণ করেছিলেন।

শনিবার সকালে প্রধানমন্ত্রীর সফরকালীন আবাসস্থল তাজমানসিং রোডের হোটেল তাজমহলে দেখা করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। এরপর তিনি যাবেন হায়দ্রাবাদ হাউসে। সেখানে বেলা সাড়ে ১১টায় ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন। দুপুর ১টায় ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মধ্যাহ্নভোজ শেষে হায়দ্রাবাদ হাউসের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন তিনি।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন ভারতের রাষ্ট্রপতি ভবনে। সেখানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বিকেল সাড়ে ৪টায় বৈঠক করবেন। দিনের শেষ কর্মসূচি বিকেল সাড়ে ৫টায় ঠাকুর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। তবে ভেন্যু এখনো জানা যায়নি। সেখানে প্রধানমন্ত্রীকে ঠাকুর শান্তি পুরস্কার দেওয়ার কথা রয়েছে।

পরদিন অর্থাৎ সফরের শেষ দিন ৬ অক্টোবর সকাল ৯টায় প্রধানমন্ত্রীর আবাসস্থল তাজমহলে দেখা করবেন শ্যাম বেনেগাল, এরপর দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।

এরমধ্য দিয়ে শেষ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর। ওই দিন রাত ৮টায় বিমান বাংলাদেশের ভিভিআইপি ফ্লাইট (বিজি+২০৩৩) যোগে ঢাকার উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করবেন। রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীসহ তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনার এটাই প্রথম ভারত সফর।

এ সম্পর্কিত আরও খবর