চট্টগ্রামে ১৬০টি চোরাই মোবাইলসহ গ্রেফতার ৪

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম | 2023-09-01 07:52:35

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে ১৬০টি চোরাই মোবাইল হ্যান্ডসেটসহ চারজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, রিয়াজউদ্দিন বাজার থেকে গ্রেফতারকৃতরা পেশায় মোবাইল দোকানদার হলেও অন্যান্য ব্যবসায়ীদের মতো বৈধভাবে মোবাইল ক্রয়-বিক্রয় না করে ছিনতাইকারীর মোবাইল কেনাবেচা করেন।

আটককৃতরা হলেন- দোস্ত মোহাম্মদ মানিক, মো. খলিলুর রহমান, সাহেদুল ইসলাম এবং মো. সোহেল রানা।

পুলিশ জানায়, নগরীর যে স্থান থেকে মোবাইল চুরি বা ছিনতাই করা হোক না কেন, তা বিক্রি করতে হয় নগরীর রিয়াজউদ্দিন বাজারের এই সিন্ডিকেট সদস্যদের কাছে। সেখানে আছে নির্দিষ্ট দোকান, যেখানে শুধু ছিনতাই ও চুরি করা মোবাইল সেট বিক্রি করতে আসেন ছিনতাইকারী দল।

আর এসব ছিনতাই করা মোবাইল ক্রয় করে অধিক মুনাফা করছে একটি চক্র, যার নেতৃত্বে দেন রিয়াজউদ্দিন বাজারের আলোচিত চোরাই মোবাইল ক্রয়কারী র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত জাহিদুল ইসলাম আলো'র অন্যতম সহযোগী দোস্ত মোহাম্মদ ও তার ভাগ্নে খোরশেদ আলম। মামা-ভাগ্নের এই সিন্ডিকেটের কাছেই বিক্রি করা হয় চোরাই ও ছিনতাই করা মোবাইলগুলো।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, 'কোতোয়ালী থানার লাভলেন মোড় থেকে ছিনতাইকারী মো. নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে চোরাই মোবাইলসহ ওই চারজনকে গ্রেফতার করা হয়।'

এ সম্পর্কিত আরও খবর