নীতির রাজাই রাজনীতি: মতিয়া চৌধুরী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 20:36:15

আওয়ামি লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, ‘আমাদের দেশসহ পৃথিবীর অধিকাংশ মানুষ ধারণা করে যে রাজার নীতিই হচ্ছে রাজনীতি। আসলে নীতির রাজাই হচ্ছে রাজনীতি। আমরা সকলে সেই জায়গাটাতে পৌঁছাতে পারি না অথবা ধরতে পারি না। সেই জায়গাতে পৌঁছেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। আর তার অসমাপ্ত কাজ সমাপ্ত করছেন শেখ হাসিনা।’

শুক্রবার (২৭ সেপ্টেম্ব) বিকেলে জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গমাতা সাংস্কৃতিক জোট এ আলোচনার সভার আয়োজন করে।

মতিয়া চৌধুরী বলেন, ‘এখন শেখ হাসিনার বয়স ৭৩ বছর। এই ৭৩ বছরের অর্ধেক সময় তিনি ঝড়ের খেয়ার যাত্রী ছিলেন। সব সময় মনে হয় এই বুঝি সব কিছু শেষ হয়ে গেল। কিন্তু শেখ হাসিনা জাতির পিতার সন্তান। সব সময় তিনি অবিচল থেকে তরী বেয়ে গেছেন। তার পিতার স্বপ্ন ও নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তিনি অনবরত তরী বেয়ে গেছেন।'

 

২১ আগস্টের প্রসঙ্গ টেনে তিনি বলেন, `সেদিন আল্লাহ তার রহমতের চাদর দিয়ে শেখ হাসিনাকে বাঁচিয়েছিলেন। তা না হলে ২১ আগস্টের মতো একটা সুপরিকল্পিত হামলা থেকে বেঁচে আসা অসম্ভব। তিনি সেখান থেকে বেঁচে ফিরে পুরো জাতিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলম, সহ সভাপতি মীর্জা সাখাওয়াত হোসেন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর